ওমানে শীতকাল শুরু হলেও আবহাওয়া অফিস শীতের মধ্যেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মুসান্দাম, উত্তর ও দক্ষিণ বাতিনাহ, আল শারকিয়্যাহ, মাস্কাট এবং আল দাখিলিয়ার কিছু অংশে ৫ থেকে ১৫ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ন্যাশনাল মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টার জনসাধারণকে বৈরী আবহাওয়ার সময় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করেছে। বিশেষত ওয়াদি এবং বন্যাপ্রবণ রাস্তায় চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, গেলো ২১ ডিসেম্বর থেকে ওমানে শীতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
মুকসিন, সুইক, মাজইউনাহ এবং থামরাইতের মতো কিছু অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেছে। এর মধ্যেই বৃষ্টিপাতের এই পূর্বাভাস ওমানের বাসিন্দাদের জন্য নতুন এক চ্যালেঞ্জ হিসেবে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post