কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং পাগলির বিল এলাকার ওমান প্রবাসী নুরুল আলমের স্ত্রী কহিনুর খানম (প্রিতি) নিজের তিন সন্তানকে ঘরে রেখে প্রেমিক মো. আরমানের সঙ্গে পালিয়ে গেছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে, যখন এলাকাবাসী জুমার নামাজে মসজিদে ছিলেন।
নুরুল আলম দীর্ঘদিন ধরে ওমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং প্রবাস জীবনের উপার্জন দিয়ে স্ত্রী ও সন্তানদের দেখাশোনা করছিলেন। কিন্তু স্ত্রীর এই বিশ্বাসঘাতকতায় তিনি এবং তার পরিবার চরম হতাশায় ডুবে গেছেন। জানা গেছে, কহিনুর প্রায় ৭ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়েও পালিয়ে যান।
স্থানীয়রা জানান, কহিনুর তার শ্বাশুড়ি জুলেখা বেগমকে বাবার বাড়ি যাওয়ার কথা বলে বের হন। কিছুক্ষণ পর তাকে সিএনজিতে চড়ে অজানা গন্তব্যে চলে যেতে দেখা যায়। পরে তার বাড়িতে রেখে যাওয়া মোবাইল ফোন থেকে বার্তা দেখে পরিবারের সদস্যরা পরকীয়ার বিষয়টি নিশ্চিত হন।
নুরুল আলমের পরিবার দাবি করেছে, এর আগেও কহিনুর একই প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। তবে এবার সন্তানদের ফেলে যাওয়ায় ঘটনাটি আরও মর্মান্তিক হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসাইন জানিয়েছেন, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ধরনের ঘটনা সমাজের নৈতিক অবক্ষয়ের চিত্র ফুটিয়ে তুলছে। অনেকেই আশা করছেন, এই ঘটনার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের আচরণের বিরুদ্ধে একটি দৃষ্টান্ত স্থাপন করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post