সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর! আগামী ফেব্রুয়ারি থেকে ট্যুরিস্ট ভিসা উন্মুক্ত করতে যাচ্ছে দেশটি। বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি এই তথ্য জানিয়েছেন।
২৩ ডিসেম্বর রাতে দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, “আমিরাতে বাংলাদেশের শ্রমিকদের অবদান অনস্বীকার্য। দেশের উন্নয়নে তাঁদের কঠোর পরিশ্রমের ছাপ স্পষ্ট।”
তিনি আরও জানান, বাংলাদেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞ এবং অদক্ষ শ্রমিকদের জন্য ভিসার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, “আমিরাতের রাষ্ট্রপ্রধান ড. ইউনূসের অনুরোধে বাংলাদেশের জন্য ভিসা জটিলতা দ্রুত মিটবে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কখনোই টলবে না।”
রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি হামুদি জানান, “জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশি ভিসা জটিলতা দূর হবে, এবং সকল ধরনের ভিসা উন্মুক্ত করা হবে।” বর্তমানে আমিরাতে ১২ লাখেরও বেশি বাংলাদেশি রয়েছেন, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।
এছাড়া, অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যান্য ব্যক্তিরাও বাংলাদেশি প্রবাসীদের প্রতি তাঁদের সম্মান ও ভালোবাসা প্রকাশ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post