গর্তে পুড়তে থাকা মরদেহের মাথা পুরোপুরি এবং দেহের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় চুরি হওয়া রাজহাঁস খুঁজতে গিয়ে দেখা গেল- গর্তে পোড়ানো হচ্ছে ‘নারী’র লাশ। এ ঘটনায় এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজির বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম।
গর্তে পুড়তে থাকা মরদেহের মাথা পুরোপুরি এবং দেহের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে হাতে চুড়ি থাকায় দেহটি নারীর বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার ফারহান রনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলে। স্থানীয়দের অভিযোগ ফারহান মাদক ব্যবসায়ের সঙ্গেও জড়িত।
স্থানীয়দের বরাতে পরিদর্শক শাহীনূর ইসলাম বলেন, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। সেই হাঁস খুঁজতে বের হন হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল।
মঙ্গলবার সকাল ৭টার দিকে তারা শাহনেওয়াজ ভুইয়ার জায়গায় থাকা পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন ও পোড়া গন্ধ পান।
তখন তারা পরিত্যক্ত ঘরটিতে গেলে সেখানে থাকা ফারহান রনি জানায় সে পাতা পোড়া দিয়েছে। কিন্তু এ কথায় বিশ্বাস না হলে ঘরের ভেতরে কি দেখতে চান এনামুল ও রোমানরা ।
এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারার হুমকি দেয়। এতে সন্দেহ ঘনীভূত হলে তারাসহ গ্রামের লোকজনসহ গিয়ে গর্তে পুড়তে থাকা একটি লাশ দেখতে পান।
পরে তারা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ফারহান রনিকে গ্রেপ্তার ও পোড়া লাশটি উদ্ধার করে।
শাহীনূর আরও বলেন, “নিহতের দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তার পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post