ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে অভিযান চালিয়ে মহারাষ্ট্রের থানে জেলা থেকে ৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মহারাষ্ট্রের পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ও রোববার ভিওয়ান্ডি শহরের কালহের এবং কোনগাঁও এলাকা থেকে ওই ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বয়স ২২ থেকে ৪২ বছরের মধ্যে, এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন।
পুলিশের বরাতে জানা যায়, বিদেশি নাগরিক আইন এবং ভারতীয় পাসপোর্ট আইনের অধীনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের পেশার বিষয়ে জানা গেছে, তাঁদের মধ্যে তিনজন স্ক্র্যাপ বিক্রেতা, দুইজন শ্রমিক, একজন রাজমিস্ত্রী, এবং একজন প্লাম্বার হিসেবে কাজ করতেন।
এছাড়া, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত রোববার দিল্লিতে অভিযান চালিয়ে আরও ১৭৫ জন অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করেছে দিল্লি পুলিশ।
ভারতের বিভিন্ন এলাকায় অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post