বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করে নতুন উচ্চতায় পৌঁছেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারে।
সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা এক বার্তায় এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ মান অনুসারে বাংলাদেশের রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের বেশি রয়েছে।
নিট রিজার্ভ গণনার বিষয়ে বার্তায় উল্লেখ করা হয়েছে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।
বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রার এই রিজার্ভ অর্থনৈতিক স্থিতিশীলতা ও বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতার প্রতীক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post