পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করায় ব্যাপক জনরোষের মুখে পড়েছেন।
গত সপ্তাহে নন্দিগ্রামে এক পথসভায় গিয়ে তিনি তৃণমূল নেত্রী মমতাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন। এর পরিপ্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় দলের নেতাকর্মীরা। পথসভায় শুভেন্দু উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা তার উপর চড়াও হন এবং এমনকি জুতা দিয়ে মারধর করেন।
এর আগে, ভারতের পার্লামেন্টে মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে খুবই আপত্তিজনক মন্তব্য করার জন্য তিনি সমালোচিত হয়েছিলেন। তার বক্তব্য সংসদে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং একপর্যায়ে স্পিকারকেও তাকে থামাতে হয়। এরপর, নন্দিগ্রামে মারধরের শিকার হয়ে শুভেন্দু অধিকারী সেখানকার থানায় আশ্রয় নেন। পুলিশি নিরাপত্তায় তার প্রাণরক্ষা হয়।
বাংলাদেশ নিয়েও বিতর্কিত মন্তব্য করেন শুভেন্দু। তার মতে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বৈধ’ প্রধানমন্ত্রী, এবং তিনি এমন মন্তব্য করেন যে ভারত এবং বাংলাদেশ একে অপরের সৃষ্টি। এসব মন্তব্যের কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কের পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।
এই ঘটনা একবার আবার প্রমাণ করেছে যে শুভেন্দু অধিকারী কখনোই প্রকাশ্য বিতর্কের বাইরে থাকতে পারেন না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post