ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রবাসী পরিবারের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় দুই পক্ষের সংঘর্ষের জেরে বসতঘর, দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে।
হামলাকারীরা পাঁচটি ঘরের আলমারি, ফ্রিজ, এমনকি কমোডসহ বিভিন্ন মালামাল তছনছ করেছে। পাশাপাশি মোল্যা মার্কেটের দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রায় ছয় লাখ টাকার তিনটি গরু চুরি হয়েছে।
ভাঙ্গার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত এ সহিংসতা চলে। আতিয়ার রহমান বুলু মোল্যা ও রব মোল্যা নামের দুই পক্ষের বিরোধ থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। হামলায় বুলু মোল্যার দুই ছেলে, শামীম মোল্যা (৪২) ও শাহীন মোল্যা (৩৬), গুরুতর আহত হন। তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর পুকুরে ফেলে দেওয়া হয়।
অপরদিকে, সংঘর্ষের সময় প্রতিপক্ষের সানু বেগম (৬০) নামের এক নারীও আহত হন। আহতদের মধ্যে শামীমকে ঢাকার পঙ্গু হাসপাতালে, শাহীনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সানু বেগমকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
প্রবাসী ওমর আলী মোল্যা জানান, মালয়েশিয়া থেকে দেশে ফেরার পরদিন তার ভাতিজা শামীম ও শাহীন তাকে দেখতে আসার পথে হামলার শিকার হন। এরপর তার বাড়িঘর ও দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান জানিয়েছেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, রোববার সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। সংঘর্ষের পর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post