সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের ২০ জন উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তবে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, এমনটাই জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ।
তাদের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ভিন্ন ভিন্ন ফুটেজ জোড়া দিয়ে তৈরি করা হয়েছে। ভিডিওটির কিছু অংশের রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, এটি সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেলের একটি পুরোনো ভিডিও থেকে নেওয়া। ভিডিওটি মূলত ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ নিয়ে সম্ভাব্য আন্তর্জাতিক পদক্ষেপের একটি আলোচনা ছিল।
ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটের উল্লেখ রয়েছে, যেখানে ড. ইউনূসকে উদ্দেশ করে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। তবে ফ্যাক্টওয়াচ নিশ্চিত করেছে, টুইটটি ট্রাম্পের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নয়। এটি একটি ভুয়া ফ্যান অ্যাকাউন্ট থেকে প্রচারিত।
জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমেও ড. ইউনূসসহ ২০ জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফ্যাক্টওয়াচ জানায়, ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগে এমন নিষেধাজ্ঞার ঘোষণা যৌক্তিক নয়।
ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ড. মুহাম্মদ ইউনূস ও ২০ উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ভিত্তিহীন ও মিথ্যা। সামাজিক মাধ্যমে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post