একটি চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, জ্যাকেটে মোড়ানো এক নারী রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি এটিএম বুথে অদ্ভুত আচরণ করছেন। তার এক হাতে দেশলাই, আর অন্য হাতে ফোন। ভিডিও ধারণ করার সময় তিনি হঠাৎ দেশলাই জ্বালিয়ে এটিএম মেশিনের ওপর ছুড়ে দেন। মুহূর্তেই গোটা বুথ আগুনে ঝলসে ওঠে।
দুবাইভিত্তিক ভিডিও প্ল্যাটফর্ম ভায়োরির তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত শনিবার (২১ ডিসেম্বর) রাশিয়ার এসবার ব্যাংকের এক শাখায়। এ ঘটনার পর ৬৮ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
Footage of an explosion at a bank branch in St. Petersburg, Russia
The video shows a woman first taking a picture of an ATM with her phone, then lighting a match and holding it up to the machine. Moments later, the explosion occurs. pic.twitter.com/JyifcDcWFe
— NEXTA (@nexta_tv) December 21, 2024
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, অজ্ঞাতনামা কিছু ব্যক্তি তাকে এমন কাজ করতে বাধ্য করেছে। স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং এর পেছনে কারা রয়েছে তা উদঘাটনে কাজ শুরু করেছে।
সম্প্রতি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এমন চোরাগোপ্তা হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। গত তিন দিনে দেশটিতে অন্তত ২০টি এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মস্কোর দাবি, এসব হামলার পেছনে ইউক্রেনীয় এজেন্টদের হাত রয়েছে। তবে ইউক্রেন এই অভিযোগ অস্বীকার করেছে।
ঘটনাটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অগ্নিসংযোগের প্রকৃত কারণ এবং এর পেছনের ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post