দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন আমজাদ হোসেন (২৫) নামে মিরসরাই উপজেলার এক প্রবাসী যুবক। জীবিকার তাগিদে নয়, বরং শখের বশে সেখানে পাড়ি জমান তিনি।
বাংলাদেশ সময় রোববার ভোর ৫টায়, দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় শনিবার রাত ২টায় পুমালাঙ্গা প্রদেশের মাইফ্লাইওয়ার এলাকার গুবা সুপার মার্কেটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আমজাদ মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের বাসিন্দা মো. রবিউল হোসেন প্রকাশ হোরা মিয়া সওদাগর এবং বিবি মরিয়ম দম্পতির একমাত্র পুত্র।
দেড় বছর আগে ফেনী সরকারি কলেজ থেকে বিবিএ সম্পন্ন করে আমজাদ দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে একই এলাকার প্রবাসী ব্যবসায়ী শহীদুল ইসলামের দোকানে কাজ করতেন তিনি। শনিবার রাতে দোকান বন্ধ করে পেছনের ঘরে ঘুমিয়ে গেলে সন্ত্রাসীরা দরজা ধাক্কায়। দরজা খুলতেই তারা গুলি চালিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।
ব্যবসায়ী শহীদুল ইসলাম জানান, সন্ত্রাসীরা দোকান থেকে কোনো কিছু লুট করেনি। হত্যার উদ্দেশ্য ডাকাতি ছিল নাকি ব্যক্তিগত শত্রুতা, তা নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে আমজাদের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত আমজাদের মা বিবি মরিয়ম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “শনিবার রাতে কথা বলেছিলাম, কে জানত সেটা শেষ কথা হবে?” বাবা রবিউল হোসেন বলেন, “আমার ছেলের টাকা-পয়সার অভাব ছিল না। বারবার নিষেধ করা সত্ত্বেও সে শখের বশে আফ্রিকায় গিয়েছিল। আজ তাকে হারিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি।”
দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে শোক প্রকাশ করেন। পরিবারের সদস্যরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন, দ্রুত এই হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে। নিহত আমজাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post