ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অনলাইন প্রতারণার ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিজ্ঞাপন প্রচার করছে।
এসব বিজ্ঞাপনে বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট, জন্মনিবন্ধন, বিভিন্ন সার্টিফিকেট এবং দূতাবাসের সেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে আর্থিক লেনদেনের ফাঁদ পাতা হচ্ছে।
দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাই প্রবাসীদের এসব প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, প্রয়োজনীয় সেবার জন্য সরাসরি দূতাবাসের অফিসিয়াল চ্যানেল ব্যবহার করতে এবং সন্দেহজনক কার্যক্রম বা বিজ্ঞাপন এড়িয়ে চলতে।
এ ধরনের প্রতারণা থেকে নিজেদের এবং অন্যদের সুরক্ষিত রাখতে প্রবাসীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post