বাংলাদেশের একটি পারমাণবিক শক্তি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, তিনি তার খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০১৩ সালে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে রাশিয়ার সঙ্গে ১০ বিলিয়ন পাউন্ডের চুক্তিতে সহায়তা করেছিলেন।
রোববার (২২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম টাইমস ম্যাগাজিন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে প্রায় ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করে শেখ হাসিনার পরিবারকে সহায়তার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ব্রিটিশ মন্ত্রিপরিষদ অফিসের নীতিশাস্ত্র বিভাগ টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে।
টিউলিপ সিদ্দিক এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তবে টাইমস ম্যাগাজিন জানিয়েছে, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। মন্ত্রিপরিষদ অফিসের এক মুখপাত্র জানিয়েছেন, মন্ত্রী তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে আগেই জানিয়েছেন।
উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে থাকা এই মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে ব্রিটিশ প্রশাসন ও গণমাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। বাংলাদেশে বহুল আলোচিত রূপপুর প্রকল্প এবং এর সঙ্গে যুক্ত অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post