ব্রাজিলের উত্তরাঞ্চলের পর্যটন এলাকা গ্রামাদোর ওপর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) এ মর্মান্তিক দুর্ঘটনায় বিমানের সকল আরোহী প্রাণ হারিয়েছেন।
স্থানীয় কর্মকর্তাদের মতে, বিমানটি সকাল ৯টার দিকে ক্যানেলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সাও পাওলো স্টেটের জুনদিয়া শহরের দিকে যাচ্ছিল।
কিন্তু প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে এটি একটি ভবনের চিমনিতে আঘাত করে এবং পরে একটি আসবাবপত্রের দোকানের ওপর বিধ্বস্ত হয়।
রিও গ্রান্ডে দো সুল গভর্নর এডওয়ার্ড লেট জানিয়েছেন, দুর্ঘটনায় বিমান মালিক, পাইলটসহ ১০ জন নিহত হয়েছেন, যাঁরা সবাই বিমানের মালিকের পরিবারের সদস্য।
এ ঘটনায় নিচে থাকা আরও অন্তত ১৭ জন আহত হন। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করছে অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সেনিপা)। এ মর্মান্তিক ঘটনায় স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post