মধ্যপ্রাচ্যের গাজার উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাবাহিনী ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।
ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩৫ ইসরাইলি সেনা নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
ইসরাইলি বাহিনীর দাবি, সংঘর্ষের কারণে শরণার্থী শিবিরের ৭০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এই অভিযানের ফলে প্রায় ৯৬,০০০ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের একটি ঐতিহাসিক প্রতিরোধ অভিযান চালানোর পর থেকে গাজায় ইসরাইলের গণহত্যামূলক আক্রমণ অব্যাহত রয়েছে। ইসরাইল গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করে খাদ্য, জ্বালানি, বিদ্যুৎ এবং পানীয় জল সরবরাহ বন্ধ করে দিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, ইসরাইলি আক্রমণে এ পর্যন্ত ৪৫,২৫৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১০৭,৬২৭ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ইসরাইলি বোমা হামলায় আরও ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post