স্পেনের রাজধানী মাদ্রিদের উচেরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে ফুড ডেলিভারি পেশায় নিয়োজিত ছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যাল পোস্ট ভেঙে দুটি কনটেইনারে ধাক্কা দেয়। এরপর গাড়িটি মিজানুর রহমানকে সজোরে আঘাত করে, যা তাকে রাস্তা থেকে অনেক দূরে ছিটকে ফেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের তদন্তে উঠে এসেছে যে, অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার মূল কারণ। ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পর গাড়ির চালক আত্মসমর্পণ করেন, যার পর তাকে গ্রেপ্তার করা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটিও জব্দ করেছে পুলিশ।
মিজানুর রহমান দুই বছর ধরে মাদ্রিদে বসবাস করছিলেন। তার বাড়ি বাংলাদেশে, মৌলভীবাজার জেলার কুলাউড়ার টেংরাবাজারের হিঙ্গাজিয়া গ্রামে। তার এই অকাল মৃত্যুতে স্পেনের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post