জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দিকে তাকালে ভারতের চোখ উপড়ে ফেলব।”
ইসহাক খন্দকার আরও বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক নেই। চীন, মিয়ানমার এবং নেপালের মতো শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয়। এমনকি মালদ্বীপও তাদের আধিপত্যবাদী নীতির কারণে ভারতকে তাড়িয়ে দিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরাজপুর পিএল অ্যাকাডেমি মাঠে অনুষ্ঠিত সম্মেলনে জামায়াত নেতা ইসহাক খন্দকার উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার জামায়াত-শিবিরকে শেষ করার জন্য জুডিশিয়াল কিলিং এবং কারাগারে নির্যাতন চালিয়েছিল, কিন্তু তাদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি উল্লেখ করেন যে, স্বৈরশাসক আইয়ুব খান, শেখ মুজিব এবং শেখ হাসিনাও জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন, তবে তাদের সকলেই সময়ের হাতে হারিয়ে গেছেন।
ইসহাক খন্দকার বলেন, “স্বৈরাচারী সরকারের অপকর্মের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।” তিনি প্রশ্ন তোলেন, “যারা জামায়াত-শিবিরকে নিষিদ্ধের কথা বলে, তারা কী আদতে জনগণের প্রতিনিধি?”
সম্মেলনে শহিদ পরিবার এবং আন্দোলনে নির্যাতিতদের অর্থ সাহায্য প্রদান করা হয়। জামায়াত নেতা আরও দাবি করেন, ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনগুলোকে নিষিদ্ধ করা উচিত এবং তাদের অপরাধের বিচার হওয়া উচিত।
এছাড়া, ইসহাক খন্দকার রাষ্ট্রপতি শাহাবউদ্দিনের অপসারণের দাবিও তোলেন এবং সংবিধানের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post