সাদপন্থি তাবলিগ জামাতের মুখপাত্র মুয়াজ বিন নূরকে (৪০) তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষে তিন মুসল্লির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় রোববার (২২ ডিসেম্বর) এই রিমান্ড মঞ্জুর করা হয়। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার ভোররাতে মুয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টর থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, রবিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে আদালতে উপস্থাপন করা হয়। শুনানিতে পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মুয়াজ বিন নূর নূর মোহাম্মদের ছেলে এবং সাদপন্থিদের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি এই মামলায় পঞ্চম নম্বর আসামি হিসেবে উল্লেখিত।
উল্লেখ্য, টঙ্গী ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় তিন মুসল্লি নিহত হলে জুবায়েরপন্থিদের পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুয়াজকে গ্রেফতার করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post