বগুড়ার ধুনট উপজেলার এক তরুণী মেয়ে থেকে ছেলে হিসেবে রূপান্তরিত হয়ে এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। শ্রাবণী আক্তার খুশি নামে ওই তরুণী এখন পরিচিতি পেয়েছেন ওমর ফারুক শ্রাবণ নামে।
উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা খোকন মিয়ার বড় মেয়ে ছিলেন শ্রাবণী। তার রূপান্তরের খবর ছড়িয়ে পড়তেই তাকে এক নজর দেখতে আশপাশের গ্রামের মানুষ ভিড় জমাচ্ছে খোকন মিয়ার বাড়িতে।
জানা যায়, স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির শিক্ষার্থী শ্রাবণীর আচরণে গত এক বছর ধরে ছেলের মতো বৈশিষ্ট্য দেখা যাচ্ছিল। এ বিষয়ে তার পরিবার গত ছয় মাস ধরে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করায়। শেষমেশ চিকিৎসকেরা নিশ্চিত করেন যে শ্রাবণী শারীরিকভাবে ছেলে হিসেবে রূপান্তরিত হয়েছেন।
গত বৃহস্পতিবার রূপান্তরের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারের সিদ্ধান্তে তাকে ছেলেদের পোশাক পরানো হয়। শনিবার সকালে মুরব্বিদের উপস্থিতিতে তার মাথার চুল কেটে শ্রাবণী আক্তার খুশি নাম পরিবর্তন করে রাখা হয় ওমর ফারুক শ্রাবণ।
রূপান্তরিত শ্রাবণ বলেন, “মেয়ে থেকে ছেলে হওয়ায় আমার কোনো দুঃখ নেই। বরং বাবা-মাকে কাজে সহযোগিতা করতে পারব ভেবে আনন্দিত। আমার নতুন পরিচয়ে আমি খুশি।”
শ্রাবণের বাবা খোকন মিয়া বলেন, “আমার মেয়ের আচরণ পরিবর্তনের পর থেকেই ডাক্তারি পরীক্ষা করিয়েছি। অবশেষে তার ছেলে হিসেবে রূপান্তরের বিষয়টি নিশ্চিত হওয়ায় পরিবারের মুরব্বিদের পরামর্শে তার নতুন নামকরণ করা হয়। আমার তিন মেয়ে ছিল, কিন্তু কোনো ছেলে সন্তান ছিল না। বড় মেয়ে ছেলে হিসেবে রূপান্তরিত হওয়ায় আমি এবং আমার পরিবার খুব খুশি।”
শনিবার সকাল থেকে শ্রাবণের বাড়িতে উৎসুক মানুষের ভিড় লেগেই আছে। প্রতিবেশী ও দূর-দূরান্তের মানুষ তাকে দেখতে আসছেন। তার আগের জীবন এবং পরিবর্তনের বিষয়ে নানা প্রশ্ন করছেন। এ পরিস্থিতি সামাল দিতে পরিবারের সদস্যরা বেশ বেগ পেতে হচ্ছে।
এই ঘটনাটি এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং রূপান্তরের প্রক্রিয়া নিয়ে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post