নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঁদা না পেয়ে এক সৌদি প্রবাসীর নির্মাণাধীন দ্বিতল ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সোনাইমুড়ী থানা ও র্যাব-১১ কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটে শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বজরা শাহী জামে মসজিদ এলাকার ডিলারের বাড়িতে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন বজরা ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোফিজ মেম্বার (৪৫), বজরা গ্রামের আমিন (২৮) এবং বাবুল (২৬)। ভুক্তভোগী সৌদি প্রবাসী সামছুল হক (৬৭) ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
লিখিত অভিযোগে জানা যায়, শনিবার দুপুর ১টায় অভিযুক্তরা সামছুল হকের বাড়িতে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অশালীন ভাষায় গালিগালাজ এবং পরিবারের সদস্যদের শারীরিকভাবে হেনস্থা করে। একপর্যায়ে বাড়ির সবাইকে ভেতরে আটকে ফটকে তালা লাগিয়ে চলে যায় তারা।
পরে ভুক্তভোগী পরিবারের আত্মীয়রা বিষয়টি প্রশাসনকে জানান। খবর পেয়ে থানা পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্যের কাছ থেকে চাবি উদ্ধার করে তালা খুলে দেন।
সামছুল হকের ছেলে সৌদি প্রবাসী মজিবুল হক জানান, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, জমি দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তারা বিভিন্ন সময়ে স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে সাধারণ মানুষের ওপর অন্যায় চাপ সৃষ্টি করে। তিনি বলেন, “আমাদের কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। অস্বীকৃতি জানালে আমার পরিবারের সদস্যদের আটকে রেখে বাড়ির দরজায় তালা লাগিয়ে যায় তারা।”
সামছুল হক আশঙ্কা প্রকাশ করেন যে, অভিযুক্তরা যেকোনো সময় তার পরিবারের ওপর হামলা চালাতে পারে। তিনি প্রশাসনের কাছে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
অভিযুক্ত ইউপি সদস্য মোফিজ চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করলেও প্রবাসীর বাড়িতে তালা লাগানোর বিষয়টি স্বীকার করেছেন।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা সোনাইমুড়ী থানার এসআই কাউসার জানান, চাঁদা দাবির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে ভুক্তভোগীদের উদ্ধার করেছে।”
সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, “ঘটনার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” প্রবাসী পরিবারটি প্রশাসনের কাছ থেকে দ্রুত সহায়তা ও সুরক্ষা পাওয়ার প্রত্যাশা করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post