তুরস্কের পতাকাবাহী বিমান সংস্থা তার্কিশ এয়ারলাইন্স বিশ্বের সর্বাধিক দেশে ফ্লাইট পরিচালনার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।
চিলির সানতিয়াগোর আর্তুরো মেরিনো বেনিটেজ আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে এই মর্যাদাপূর্ণ রেকর্ড অর্জিত হয়। খবর জানিয়েছে ইয়েনি সাফাক।
বিশ্বব্যাপী বিমান পরিচালনার এই অনন্য সাফল্যের জন্য দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা বিলাল একসিকে আন্তরিক প্রশংসা জানানো হয়েছে।
তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, “সানতিয়াগোতে গিনেস স্বীকৃতি পাওয়া আমাদের জন্য একটি বিরল সম্মান। এটি প্রমাণ করে, বিশ্বজুড়ে মানুষ, সংস্কৃতি ও গন্তব্যের মধ্যে সংযোগ স্থাপনে তার্কিশ এয়ারলাইন্স কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তা তালাল ওমর এই অর্জনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “এটি তার্কিশ এয়ারলাইন্সের বৈশ্বিক যাত্রীসেবা ও বিমান পরিবহনের ক্ষেত্রে তাদের অগ্রগতির এক উজ্জ্বল উদাহরণ।”
১৯৩৩ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করা তার্কিশ এয়ারলাইন্স বর্তমানে ৩৫২টি রুটে ৪৯১টি বিমানের মাধ্যমে সেবা দিচ্ছে। স্টার অ্যালায়েন্সের সদস্য এই বিমান সংস্থা দিন দিন তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করে বিশ্বজুড়ে আরও উল্লেখযোগ্য অবস্থান তৈরি করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post