গাজীপুরের শ্রীপুরে বাড়ি নির্মাণের সময় প্রবাসীর কাছে দাবিকৃত চাঁদা না পেয়ে তার পরিবারের ৯ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওয়ানের চালা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার (২১ ডিসেম্বর) ভুক্তভোগী প্রবাসীর ছোট ভাই উমর ফারুক বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সিঙ্গাপুর প্রবাসী রাসেল জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে এসে গত ২৬ নভেম্বর বাড়ি নির্মাণের কাজ শুরু করলে এলাকার রুবেল, রুমান, মোস্তফা, সুমন ও রমজান তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তারা বাড়ি নির্মাণের কাজ বন্ধ করে দেয়।
এ ঘটনায় প্রবাসী রাসেলের পিতা ইমান আলী অভিযুক্তদের বিরুদ্ধে গত ১৯ ডিসেম্বর শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২০ ডিসেম্বর সকালে অভিযুক্তরা সদলবলে হামলা চালিয়ে প্রবাসী রাসেলসহ তার পরিবারের ৯ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
আহতরা হলেন- রাসেলের বৃদ্ধ পিতা ইমান আলী (৬৫), চাচা হাসেন আলী (৬০), চাচাতো ভাই ফরিদ (২৮), বাদল (৩৫), প্রতিবন্ধী বাবুল মিয়া (৩৮), বড়ো ভাই জুয়েল (৪৫), সাহারা খাতুন (২৬), রহিমা আক্তার (৩০) ও শায়লা আক্তার (৩১)।
আহতদের মধ্যে ৪ জনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। ঘটনার ভিডিওসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এদিকে অভিযুক্ত রুবেলের পিতা আব্দুস সাত্তার জানান, তার ছেলে চাঁদা দাবি করেনি। ওই প্রবাসীর পরিবারের সঙ্গে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Discussion about this post