ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থিত সামরিক বাহিনী শনিবার সকালে ইসরায়েলের রাজধানী তেলআবিব লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ছোঁড়া এ ক্ষেপণাস্ত্র একটি পার্কে আঘাত হানে, যেখানে অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যম নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
ইসরায়েলের সামরিক বাহিনী এই হামলার বিষয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা স্বীকার করেছে। কেন এই সুরক্ষা ব্যবস্থা ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে পারেনি, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
এ প্রসঙ্গে হুথি আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য হাজেম আল-আসাদ বলেছেন, তেলআবিবে এই হামলার মধ্য দিয়ে ইসরায়েলের বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা প্রকাশিত হয়েছে।
ראשוני: שריפה פרצה בתל אביב כנראה בעקבות הירי מתימן | לכל העדכונים >>> https://t.co/s35YXgWTOI@AnnaPines_ @hadasgrinberg pic.twitter.com/8HnzAAcS9K
— כאן חדשות (@kann_news) December 21, 2024
তিনি আরও বলেন, “এই হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে যে, ইসরায়েলের কেন্দ্রস্থল ইয়েমেনের ক্ষেপণাস্ত্র থেকে আর নিরাপদ নয়।” তিনি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করে বলেন, “ইসরায়েল যে ক্ষেপণাস্ত্রগুলো ছুঁড়েছে, সেগুলোই তাদের জন্য আরও বেশি ধ্বংস ডেকে এনেছে। এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার এখন কোনো কার্যকারিতা নেই।”
এই হামলা ইসরায়েল এবং হুথি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন শঙ্কার জন্ম দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post