বিদেশের বন্দরে জাহাজ থেকে পালিয়ে যাওয়া ১৯ জন বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নৌ আদালত।
গত ১৯ ডিসেম্বর নৌ পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে ১৯ নাবিকের নাম ও ঠিকানা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নাবিকরা ১৩টি জাহাজ থেকে বিদেশের বিভিন্ন বন্দরে পালিয়েছেন। জাহাজগুলোতে থাকা অবস্থায় তারা বন্দরে নেমে আর ফিরে আসেননি। পলাতক নাবিকদের মধ্যে নোয়াখালী ও চট্টগ্রামের পাঁচজন করে, ফেনীর দুজন এবং সাতটি জেলার সাতজন রয়েছেন। পালানোর ঘটনাগুলো মূলত গত তিন বছরের মধ্যে ঘটেছে।
নৌ পরিবহন অধিদফতর সবাইকে অনুরোধ করেছে, এ নাবিকদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানা বা অধিদফতরে জানানোর জন্য।
অধিদফতর সূত্রে জানা গেছে, পালানো ১৩টি জাহাজের মধ্যে তিনটি বাংলাদেশের এবং বাকি ১০টি বিদেশি পতাকাবাহী। এর মধ্যে বাংলাদেশি পতাকাবাহী মেঘনা অ্যাডভেঞ্চার জাহাজ থেকে সবচেয়ে বেশি, একসঙ্গে চারজন নাবিক পালিয়েছেন।
২০২৩ সালের ২৭ নভেম্বর, মেঘনা অ্যাডভেঞ্চার রাশিয়া থেকে পণ্য পরিবহন করে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বন্দরের দিকে যাত্রা করছিল। মিসিসিপি নদীতে জাহাজ চলার সময় ওই চার নাবিক ঝাঁপ দিয়ে পালিয়ে যান। এ ঘটনা দেশের সামুদ্রিক নিরাপত্তা এবং নাবিকদের দায়িত্বশীলতার প্রশ্নে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post