টিকার জন্য প্রবাসী কল্যাণের সামনে ভিড় করেছেন বিদেশগামী কর্মীরা। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১০টা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানুষের খণ্ড খণ্ড জটলা। মিনিট দশকের মধ্যে এই জটলা ক্রমান্বয়ে ভিড়ে পরিণত হয়।
মূলত টিকা পেতে বিদেশগামীদের এই জটলা। টিকার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আসা বিদেশগামীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অনেকের ভিসার মেয়াদ খুব দ্রুতই শেষ হয়ে যাবে। কিন্তু এখনও টিকা পাওয়ার বিষয়ে কোনো আশ্বাস পাচ্ছেন না তারা।
আরো পড়ুনঃ ইসলামিক কুইজে অংশগ্রহণ করে জিতে নিন নগদ অর্থ পুরষ্কার!
এছাড়া সৌদি আরব ও কুয়েতগামীদের অনেকে টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করলেও চীনের সিনোফার্মের যে টিকা তাদের দেওয়া হবে তা গ্রহণ করার বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা দেয়নি দেশগুলো।
সৌদি আরব গমনেচ্ছু নোয়াখালীর বাসিন্দা প্রবাসী মালেক বলেন, করোনার কারণে দেশে ফেরত আসছি। প্রায় দুই বছর হয়ে যাচ্ছে যেতে পারছি না। যাওয়ার জন্য সবকিছু রেডি, কিন্তু টিকা পাচ্ছি না। মন্ত্রীর কাছে আসছি, উনি আমাদের টিকার ব্যবস্থা করে দিক, না হলে এখান থেকে যাব না।
কুয়েতগামী প্রবাসী রোবায়েত হোসেন বলেন, কুয়েত চারটা টিকার অনুমোদন দিয়েছে, যেগুলো দিলে আমরা কাজে যেতে পারব। আমরা আশা করছি আগস্ট থেকে যেতে পারব, কিন্তু এখনও টিকা পাচ্ছি না। সৌদি আরবগামী আরেক প্রবাসী জানান, টিকা পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছি, কিন্তু টিকা পাব এখনও এমন কোনো আশা পাচ্ছি না। তাই বাধ্য হয়ে আমরা এখানে এসেছি।
এদিকে টিকা পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সামনে অবস্থান নেওয়া প্রবাসীদের সেখানে অবস্থান করতে দেওয়া হচ্ছে না। বর্তমানে এসব প্রবাসীরা মন্ত্রণালয়ের সামনের সড়কে অবস্থান করছেন। সেখানে অবস্থান নিয়ে টিকা পাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।
প্রবাসীদের ভ্যাকসিন প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সরওয়ার আলমের সাথে কথা বললে তিনি বলেন, বর্তমান সময়ে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কুয়েত প্রবাসীদের, কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, “কুয়েত প্রবাসীদের করোনা ভ্যাকসিন না দিতে পারলে তারা পুনরায় কুয়েত প্রবেশ করতে পারবেনা। এমতাবস্থায় জরুরী ভিত্তিতে কুয়েত প্রবাসীদের করোনা ভ্যাকসিন দিতে প্রচেষ্টা চালাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
তিনি আরো বলেন, কুয়েতের পরই সৌদি আরব এবং দুবাই প্রবাসীদের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্তমান সময়ে দেশ থেকে সৌদি আরব যাওয়া একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রবাসীদের।
বিমানের টিকিটের উচ্চ মূল্য এবং কোয়ারেন্টাইন খরচ সহ অনেক বড় একটা অংক খরচ হচ্ছে প্রবাসীদের। এমতাবস্থায় মন্ত্রণালয় চেষ্টা করছে সৌদি প্রবাসীদের জন্য ফাইজারের টিকা ব্যবস্থা করতে।
যেহেতু দেশে টিকার সংকট চলছে, সুতরাং এখনই সৌদি এবং দুবাই প্রবাসীদের ভ্যাকসিন দেওয়া সম্ভব হবেনা। তবে খুব শীঘ্রই অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের জন্য ভ্যাকসিনের আলাদা বরাদ্দ করা হবে এমন আশ্বাস দিয়েছেন তিনি।
ভ্যাকসিনের ব্যাপারে তিনি আরো বলেন, একেক দেশের সরকার একেক ধরনের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। এমতাবস্থায় আমরা চেষ্টা করছি যে যেই দেশের যাত্রী, তাকে ওই দেশের অনুমোদিত ভ্যাকসিন দিতে।
কিন্তু এখানে আরো একটি সমস্যা হচ্ছে, বাংলাদেশে ভ্যাকসিন নেওয়ার পূর্বে সরকারি অ্যাপসে যেয়ে নিবন্ধন করতে হয়। উক্ত অ্যাপসে নিবন্ধন করতে জাতীয় পরিচয় পত্র ব্যতীত নিবন্ধন করা যায়না। অথচ অধিকাংশ প্রবাসীর জাতীয় পরিচয়পত্র নাই।
বর্তমানে এটা অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় মন্ত্রণালয় চেষ্টা করছে উক্ত অ্যাপসে কিছুটা আপডেট করে পাসপোর্ট দিয়েও যাতে করে প্রবাসীরা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post