বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার জন্য আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হিসেবে লাল-সবুজের জার্সি পরার সুযোগ পাওয়ায় ফুটবল অঙ্গনে সাড়া পড়েছে। এ বিষয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় গুলশানে তার বাসভবনে এক প্রেস কনফারেন্সে বাফুফে সভাপতি বলেন, প্রবাসী ফুটবলারদের প্রতি বিশেষ নজর দিতে হবে।
তিনি বলেন, ‘‘বাংলাদেশের সঙ্গে শেকড়ের সম্পর্কযুক্ত অনেক ভালো ফুটবলার বিদেশে খেলছেন। আমরা তাদের খোঁজ পেয়েছি এবং আশা করি ভবিষ্যতে তাদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমাদের ফুটবলকে আরও সমৃদ্ধ করতে পারব।’’
তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের নিয়ে গণমাধ্যমে আরও ব্যাপক প্রচারণা চালানোর প্রয়োজন রয়েছে। দলের পারফরম্যান্স ভালো হলে তখন সবার নজর আসে, কিন্তু অন্য সময় আমাদের খেলোয়াড়দের বিষয়ে তেমন আলোচনা হয় না। আমরা ফেডারেশন এবং গণমাধ্যমের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার পরিকল্পনা করছি, যাতে প্রতিটি খেলোয়াড়ের বিষয়ে যথাযথ তথ্য প্রকাশিত হয় এবং আন্তর্জাতিকভাবে তাদের পরিচিতি বৃদ্ধি পায়।’’
তাবিথ আউয়াল আরো বলেন, ‘‘গণমাধ্যমের সহায়তায় ফুটবল খেলোয়াড়দের প্রোফাইল তৈরি করা এবং তাদের সঠিকভাবে তুলে ধরা আমাদের লক্ষ্য।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post