যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
তিনি জানিয়েছেন, সেতুর নতুন নামকরণের জন্য সংশ্লিষ্ট অঞ্চলের স্থানীয় নামগুলো বিবেচনায় নেওয়া হবে। শুক্রবার (২০ ডিসেম্বর) সেতুর পশ্চিমপাড় এলাকা পরিদর্শনকালে তিনি এ তথ্য দেন।
রেলপথ সচিব আরও বলেন, নাম পরিবর্তন সংক্রান্ত গেজেট ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে, তবে এখনো চূড়ান্ত নাম নির্ধারণ করা হয়নি।
তিনি উল্লেখ করেন, যমুনা সেতুর মাধ্যমে পূর্বে ট্রেনগুলো কম গতিতে চলার কারণে অধিক সময় প্রয়োজন হত। তবে, নতুন সেতু চালু হলে প্রতিটি ট্রেন দ্রুত গতিতে চলতে সক্ষম হবে।
তিনি আশা প্রকাশ করেন যে, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে সেতুর উদ্বোধন হতে পারে। এ ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। এ পর্যন্ত সেতুর ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
এ সময় প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post