দুবাই-করাচি-চট্টগ্রাম রুটে চলাচলকারী কনটেইনারবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়াং ফা ঝং চিনি, আলু, এবং শিল্পের বিভিন্ন কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। তবে কনটেইনার খালাস ও পুনরায় লোড করার জন্য এটি ২২ ডিসেম্বর বিকেলে বন্দরের এনসিটি জেটিতে অবস্থান করবে।
প্রথম যাত্রার তুলনায় এবারের যাত্রায় দ্বিগুণের বেশি পণ্যবাহী কনটেইনার নিয়ে এসেছে জাহাজটি। ৭৮০টি বক্সে ৮২৫ টিইইউ’স (২০ ফুট দৈর্ঘ্যের মাপে) কনটেইনার রয়েছে।
এর মধ্যে ১০৫টি বক্সে ১২৬ টিইইউ’স কনটেইনার দুবাইয়ের জেবল আলী বন্দর থেকে এবং ৬৭৮টি বক্সে ৬৯৯ টিইইউ’স কনটেইনার পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে। এসব কনটেইনারে চিনি, সোডা অ্যাশ, ডেনিম ফেব্রিক, সুতো, ডলোমাইট, শুকনা মাছ, আলু এবং রেডিয়েটর কোরসহ বিভিন্ন পণ্য রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে জাহাজটির কার্যক্রম সম্পন্ন করতে দুদিন সময় লাগবে। খালাসের পর এটি চট্টগ্রাম থেকে ৪০০ টিইইউ’স খালি কনটেইনার নিয়ে ইন্দোনেশিয়া এবং ৬০০ টিইইউ’স খালি কনটেইনার নিয়ে মালয়েশিয়ার বন্দরের উদ্দেশ্যে রওনা দেবে।
দুবাইভিত্তিক সংস্থা ফিডার লাইনস ডিএমসিসি জাহাজটি পরিচালনা করছে। এটি দুবাই-করাচি-চট্টগ্রাম-মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-ভারত-দুবাই রুটে চলাচল করে। বাংলাদেশে সংস্থাটির স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে রিজেনসি লাইনস লিমিটেড।
রিজেনসি লাইনস লিমিটেড-এর নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা জানিয়েছেন, “প্রথমবারের মতো এবারও করাচি বন্দর হয়ে সরাসরি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমভি ইউয়ান জিয়াং ফা ঝং।
তবে এবারে কনটেইনারের পরিমাণ অনেক বেশি। জাহাজটি ২২ ডিসেম্বর বিকেলে বন্দরের এনসিটি জেটিতে ভিড়বে এবং খালাস শেষে দ্রুত রওনা দেবে।”
পানামা পতাকাবাহী এই জাহাজটি গত ১১ নভেম্বর প্রথমবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। সেবার এটি ৩২৮টি বক্সে ৩৭০ টিইইউ’স কনটেইনার নিয়ে আসে।
এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে ২৯৭টি এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৭৩টি কনটেইনার আনা হয়। এসব কনটেইনারে টেক্সটাইল শিল্পের কাঁচামাল, কাঁচ শিল্পের উপকরণ, গাড়ির যন্ত্রাংশ, পেঁয়াজ, আলু এবং ফেব্রিকসহ বিভিন্ন পণ্য ছিল। এই ধারাবাহিকতায় দ্বিতীয় যাত্রা আরও সফলভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post