বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
মুখপাত্র জয়সওয়াল বলেন, “জনসমক্ষে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্ব অত্যন্ত বেশি। নয়াদিল্লি মনে করিয়ে দিতে চায়, প্রকাশ্যে কথা বলার সময় বিষয়বস্তুর প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন।”
ভারত এ মন্তব্যের বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের আপত্তি জানিয়েছে এবং অবগত হয়েছে যে, বিতর্কিত ফেসবুক পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়েছে।
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, মুছে ফেলা সেই পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেছিলেন যে, “ভারতের উচিত গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া, যার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়েছেন।”
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান সহিংস আন্দোলনের জেরে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। গত ৫ আগস্ট তিনি ভারতে আশ্রয় নেন। এর পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে।
ভারতীয় মুখপাত্র আরও উল্লেখ করেন যে, ভারত বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে বরাবরই আগ্রহী। তবে এ ধরনের মন্তব্যের ফলে দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তা আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে।
বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের কূটনৈতিক টানাপোড়েনের ফলে উভয় দেশের মধ্যে চলমান সম্পর্ক আরও জটিল হতে পারে। তবে দুই পক্ষই বিষয়টি নিয়ে সতর্কতার সঙ্গে এগোতে আগ্রহী বলে মনে হচ্ছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post