লেবাননের বৈরুতের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরার নির্দেশনা দেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুতে আপনার (রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান) বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে।
প্রসঙ্গত, লেবাননে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের দেশে প্রত্যাবর্তন করা হচ্ছে। এ পর্যন্ত এক হাজার ১৪২ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে রাষ্ট্রদূতকে ঢাকার ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post