সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সিঙ্গানিয়া ফেব্রিকের থানকাপড়, কসমেটিক্স এবং মদকসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের মোট মূল্য ৪৫ লাখ ৩৫ হাজার ৪৫০ টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, বুধবার সদর উপজেলার সীমান্ত নিকটবর্তী কামারভিটা ও শহীদ মিনার এলাকায় ব্যাটালিয়নের (২৮ বিজিবি) নারায়নতলা, চিনাকান্দি, চারাগাঁও, বনগাঁও, লাউরগড় এবং ডুলুরা সীমান্ত চৌকির বিশেষ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নারায়নতলা বিওপির নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গত বুধবার (১৮ ডিসেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত নিকটবর্তী কামারভিটা ও শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে ভারতীয় সিঙ্গানিয়া ফেব্রিক থানকাপড়, কসমেটিক্স এবং মদ জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের মোট মূল্য ৪০ লাখ ২৫ হাজার ৩০০ টাকা।
এ ছাড়া চিনাকান্দি বিওপির অভিযানে চিনি ও সুপারি, চারাগাঁও বিওপিতে কয়লা, বনগাঁও বিওপিতে জিরা, লাউরগড় বিওপিতে গরু এবং ডুলুরা বিওপিতে কম্বল জব্দ করা হয়। এসব অভিযানে জব্দকৃত পণ্যের মোট মূল্য ৫ লাখ ১০ হাজার ১৫০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, আমাদের অভিযানে সর্বমোট ৪৫ লাখ ৩৫ হাজার ৪৫০ টাকার মালামাল জব্দ করেছি। জব্দকৃত মালামাল শুল্ক কার্যালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post