সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত রয়েল টাওয়ার মক্কা ক্লক রয়েল টাওয়ারের সব কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী বিবেচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রবাসী মো. নজরুল ইসলাম।
সোমবার সৌদি আরব সময় দুপুর আড়াইটায় মক্কা ক্লক টাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর সেলিম আল জাহারানি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে সনদ ও পুরস্কার প্রদান করেন।
মো. নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ঝুনারচর গ্রামের নাছির উদ্দিনের ছেলে। জানা যায়, নজরুল ২০১৬ সালে সৌদি গিয়ে মক্কার রয়েল টাওয়ারে চাকরিতে যোগদান করেন।
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে পুরস্কার পেয়ে অনেক আনন্দিত এবং গর্বিত বলে জানিয়েছেন তিনি। যাদের মাধ্যমে নজরুল সৌদি গিয়েছেন এবং নিজের পরিবারকে এর জন্য প্রাপ্য হকদার বলে উল্লেখ করেন নজরুল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post