আমেরিকার বিদায়ী জো বাইডেন প্রশাসন এইচ-১বি ভিসার নিয়ম-নীতি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আরো সহজে বিদেশি পেশাদার কর্মীদের নিয়োগ দিতে পারবে।
এই সিদ্ধান্তের মাধ্যমে ভারত ও চীনের হাজার হাজার তথ্যপ্রযুক্তি কর্মী আমেরিকায় কাজের সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নতুন নীতিমালার ফলে দক্ষ পেশাদারদের আমেরিকায় কাজের জন্য আবেদনের পথ সহজ হবে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এফ-১ ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরাও সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এইচ-১বি ভিসার জন্য আবেদন করতে পারবেন।
হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সচিব আলেহান্দ্রো এন মায়োরকাস বলেন, “আমেরিকান প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম সচল রাখতে বিদেশি পেশাদার কর্মীদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাদের চাহিদার কথা বিবেচনা করেই এই পরিবর্তন আনা হয়েছে।”
এইচ-১বি ভিসা একটি অ-অভিবাসী ভিসা, যা বিশেষজ্ঞ পেশায় দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের মার্কিন প্রতিষ্ঠানে নিয়োগ দিতে ব্যবহৃত হয়। বিশেষত, প্রযুক্তি খাতে ভারত ও চীনের মতো দেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক কর্মী এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসেন।
বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক কর্মী নিয়োগে যুক্তরাষ্ট্রের অবস্থান আরো সহজ ও প্রগতিশীল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post