ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মন্তব্য করেছেন, পিআর (সংখ্যানুপাতিক) সিস্টেম নির্বাচন সব রাজনৈতিক দল একমত হলেও বিএনপি এটি পছন্দ করছে না। কারণ, এ ব্যবস্থায় তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে না, ফ্যাসিস্ট আচরণ করতে পারবে না এবং লুটপাটের সুযোগ পাবে না।
বুধবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে ৭ দফা দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান এবং মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়ালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
চরমোনাই পির বলেন, গত ৫৩ বছরে ধোঁকাবাজির মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে ক্ষমতাসীন দলগুলো ফ্যাসিস্ট আচরণ করেছে। তবে পিআর সিস্টেমে নির্বাচন হলে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে এবং সব দলের প্রতিনিধি সংসদে আসার সুযোগ পাবে। এ পদ্ধতিতে জাতীয় সরকার গঠনের সুযোগ রয়েছে। তিনি বিএনপিকে আহ্বান জানান, ক্ষমতার লোভের ঊর্ধ্বে উঠে দেশ ও মানবতার কল্যাণে পিআর সিস্টেম নির্বাচন মেনে নেওয়ার।
ভারতের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে চরমোনাই পির বলেন, “বাংলাদেশের স্বাধীনতাকে সম্মান জানানো তাদের উচিত। ইসলাম এবং দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ। যদি দেশের স্বাধীনতা বা ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, এ দেশের ১৮ কোটি মানুষ প্রতিরোধে প্রস্তুত।”
তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেন, “আপনারা ৫ আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। জনগণের কল্যাণের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিলে, আমরা আবারো রাজপথে নামতে বাধ্য হব।”
আরও দেখুনঃ
https://youtu.be/jjesBxkUCDE?si=yEBDUxqHFhk0q7Ke
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post