বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা ধর্ষকদের জন্য আরও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি যৌন অপরাধীদের বিরুদ্ধে কেমিক্যাল প্রয়োগের মাধ্যমে যৌনক্ষমতা স্থায়ীভাবে বন্ধ করার পক্ষে মত প্রকাশ করেন।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকারের এই ধরনের পদক্ষেপের প্রশংসা করে, তিনি ভারতেও অনুরূপ আইন প্রণয়নের আহ্বান জানান।
ইতালিতে যৌন অপরাধীদের বিরুদ্ধে রাসায়নিক প্রয়োগের মাধ্যমে যৌন হরমোনের ক্ষরণ বন্ধ করার প্রস্তাবকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদক্ষেপের প্রশংসা করে প্রীতি বলেন, “কী দুর্দান্ত উদ্যোগ! আশা করি, ভারত সরকারও এমন কিছু করবে।” ইতালির আইন প্রণেতারা ইতোমধ্যেই সহিংস যৌন অপরাধীদের জন্য অ্যান্ড্রোজেন-ব্লকিং ওষুধ ব্যবহারের প্রস্তাব অনুমোদনের জন্য একটি কমিটি গঠন করেছেন।
প্রীতি জিনতা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এখনই সময় এসেছে এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের।” তার এই মন্তব্যে অনেকে সহমত পোষণ করেছেন, যদিও ভুয়া অভিযোগের শাস্তি সম্পর্কেও প্রশ্ন তুলেছেন কিছু নেটিজেন।
সম্প্রতি, ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদনে ধর্ষকদের যৌনক্ষমতা কেড়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। নারকীয় ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের জন্য এমন শাস্তি দাবি করেছেন মহিলা আইনজীবীদের একটি সংগঠন। বিচারপতিরা কেন্দ্র সরকারের মতামত জানতে চেয়েছেন।
দীর্ঘ বিরতির পর প্রীতি জিনতা রাজকুমার সন্তোষী পরিচালিত “লাহোর ১৯৪৭” ছবিতে ফিরছেন। এই ঐতিহাসিক ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি ও আলি ফজল।
প্রীতি জিনতার এই বক্তব্য নতুন করে ধর্ষণবিরোধী আইন প্রণয়নের গুরুত্ব সামনে এনেছে। তার আহ্বান কি ভারত সরকার বাস্তবায়ন করবে? সময়ই দেবে উত্তর।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post