আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্ভীক মানবাধিকারকর্মী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মোঃ এনামুল হক এনামের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে একসেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল। গত ১৯ জুন সংগঠনটির গুলশান কার্যালয়ের সামনে সংগঠনের নেতা কর্মীরা মানববন্ধন করেন। এ সময় নেতারা সংগঠনটির চেয়ারম্যান ড. মোঃ এনামের উপর হামলার তীব্র প্রতিবাদ জানান।
আরো পড়ুনঃ ইসলামিক কুইজে অংশগ্রহণ করে জিতে নিন নগদ অর্থ পুরষ্কার!
মানববন্ধনে সংগঠনটির কো চেয়ারম্যান রোকসানা আমির বলেন, মানুষের মৌলিক, সাংবিধানিক, গণতান্ত্রিক ও আইনগত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এক বলিষ্ঠ কণ্ঠস্বরের নাম ড. মোঃ এনামুল হক। নারী ও শিশু ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং পরিবেশ দূষণের বিরুদ্ধে প্রতিবাদ, সভা সমাবেশ, মানব বন্ধন ও আইনী পদক্ষেপ গ্রহণ করে তিনি সাধারণ অসহায় মানুষের অত্যন্ত কাছের প্রিয় মানুষ হলেও উচ্চ পর্যায়ের দুর্নীতিবাজ, সন্ত্রাস, ধর্ষণকারী ও খুনিদের বিরাগভাজনে পরিণত হন এবং বার বার জীবন নাশের হুমকি ও আক্রমণের শিকার হন। যা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।
সংগঠনের আইন বিষয়ক সম্পাদক নাজমা আফরিন সুমনা বলেন, এডভোকেট এনামুল হক একজন প্রতিষ্ঠিত আইনজীবী ও স্বনামধন্য মানবাধিকার কর্মী, তার উপর এই হামলা ও হত্যার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় সংগঠনের অন্য নেতারা তাদের বক্তব্যে ড. মোঃ এনামুল হক সহ সকল নির্যাতিত আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের নিরাপত্তার দাবী জানান।
এতে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ বেলাল ও আবু জাফর, সেক্রেটারি আবদুল হাই সেলিম ও এড: মাজেদা খাতুন, ফারহানা বারী, মমতাজ মেহজাবিন ও মামুনসহ বিভিন্ন পর্যায়ের মানবাধিকার নেতৃবৃন্দ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post