রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ হত্যার জন্য ইউক্রেনকে সরাসরি দায়ী করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি রাজনৈতিক টকশোর উপস্থাপক দাবি করেছেন, এই হামলার মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার নিজের মৃত্যুদণ্ডে স্বাক্ষর করেছেন।
গত মঙ্গলবার সকালে রাশিয়ার রাজধানী মস্কোতে একটি বিস্ফোরণে ইগর কিরিলভ নিহত হন। এই গুপ্তহত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। তিন বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে এই প্রথম রাশিয়ার ভূখণ্ডে এত উচ্চপর্যায়ের কোনো সামরিক কর্মকর্তা প্রাণ হারালেন। ইগর কিরিলভ রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রোটেকশন ট্রুপস-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইগর কিরিলভের মৃত্যুর পর মস্কোর পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন বিবিসি রাশিয়ার সম্পাদক স্টিভ রোজেনবার্গ। তিনি উল্লেখ করেন, মস্কোয় বাহ্যিক স্বাভাবিকতা এবং যুদ্ধের বাস্তবতার মধ্যে একধরনের অদৃশ্য দ্বন্দ্ব বিরাজ করছে।
যদিও মেট্রো, পানশালা, এবং ক্লাবগুলোতে মানুষের ভিড়ে মস্কোর জনজীবন স্বাভাবিক মনে হতে পারে, তবে বিভিন্ন ঘটনায় যুদ্ধের উপস্থিতি অনিবার্য হয়ে ওঠে। কখনো এটি একটি ইউক্রেনীয় ড্রোনের আকাশে প্রবেশের ঘটনা হতে পারে, আবার কখনো এর চেয়েও ভয়াবহ কিছু।
মঙ্গলবার সকালে ঘটে যাওয়া ঘটনা তারই প্রমাণ। মস্কোর একটি অ্যাপার্টমেন্ট ব্লক থেকে বের হওয়ার সময় একটি বৈদ্যুতিক স্কুটারে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে ইগর কিরিলভ এবং তার সহকারী ইলিয়া পোলিকারপভ নিহত হন।
এই ঘটনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এবং মস্কোর রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিকে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post