ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধন করার প্রথা বাতিল করা হয়েছে। এখন থেকে সরকারি কর্মকর্তাদের পুরুষ হলে ‘ভাই’ বা ‘জনাব’ এবং নারী হলে ‘আপা’, ‘মিস’ বা ‘ম্যাডাম’ বলে সম্বোধন করা যাবে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সচিব বলেন, “পূর্ববর্তী সরকার একটি নিয়ম চালু করেছিল যেখানে সবাইকে বাধ্যতামূলকভাবে ‘স্যার’ ডাকতে হতো। তবে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর সেই নিয়ম আর বলবৎ নেই। এখন চিঠি বা আনুষ্ঠানিক কোনো প্রেক্ষাপটে পুরুষ কর্মকর্তাদের ক্ষেত্রে ‘মিস্টার’ বা ‘জনাব’, এবং নারী কর্মকর্তাদের ক্ষেত্রে ‘মিস’, ‘ম্যাডাম’ বা ‘এমএস’ ব্যবহার করা যেতে পারে।”
তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক পরিসরে অনেক দেশে রাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্টদেরও তাদের নাম ধরে সম্বোধন করা হয়। “আমাদের সমাজে ‘বাই নেমে’ সম্বোধনের সংস্কৃতি নেই, তবে ‘ভাই’ বা ‘আপা’ বলে ডাকা সম্পূর্ণ গ্রহণযোগ্য। কেউ যদি আমাকে ভাই বলে, সচিব হিসেবে আমি এতে কোনো আপত্তি করি না,” বলেন তিনি।
জনপ্রশাসন সচিব আরও জানান, মাঠ প্রশাসনের কর্মকর্তারা সমাজের অংশ এবং তাদের ‘ভাই-বোন’ হিসেবে দেখা উচিত। বিশেষ করে নারীরা মাঠ প্রশাসনে ভালো কাজ করছেন। “নারী কর্মকর্তারা আপা বা ম্যাডাম ডাকলে খুশি হন। তবে সবচেয়ে বেশি খুশি হন যখন তাদের ‘আপু’ বলা হয়,” মন্তব্য করেন তিনি।
‘স্যার’ সম্বোধনের কারণে অতীতে কিছু ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এখন থেকে সবাইকে বোঝানো হচ্ছে যে, ‘ভাই’ বা ‘আপা’ বলা মানে অসম্মান করা নয়, বরং ঘনিষ্ঠতার প্রকাশ।”
গণ-অভ্যুত্থানের পর সমাজে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এই পরিবর্তনটি ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post