করোনা ভাইরাসের সবচেয়ে ভয়াবহ ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে কঠোর সতর্কবস্থায় রয়েছে ওমান। গত সপ্তাহে আক্রান্ত তিনজন রোগী সনাক্তের পর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) এবং সরকারি ও বেসরকারি খাতের চিকিৎসকরা এই ফাঙ্গাস থেকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।
আরো পড়ুনঃ ইসলামিক কুইজে অংশগ্রহণ করে জিতে নিন নগদ অর্থ পুরষ্কার!
মন্ত্রণালয় বলছে, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন সেই সকল রোগীরা যাদের দেহে দুর্বল প্রতিরোধ ব্যবস্থা এবং দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘‘ব্ল্যাক ফাঙ্গাসে দেশে মারাত্মক সংক্রমণ হতে পারে। এই ফাঙ্গাস রোগীর সাইনাস, মস্তিষ্ক এবং ফুসফুসে আক্রান্ত করে। তুলনামূলকভাবে বিরল হলেও এই ফাঙ্গাসের সংক্রমণ বেড়ে গেলে দেশে করোনা সংক্রমণের হার কমানে কঠিন হয়ে পড়বে। এমতাবস্থায় যেকোনো উপায়ে দেশটিতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করছে কর্তৃপক্ষ।
ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে আল নাহদা হাসপাতালের ডা. মাহমুদ আল রাহবি জানান, ‘‘এই সংক্রমণ রোধে একই মাস্ক পুনরায় ব্যবহার না করা, নিয়মিত হাত ধৌত করা এবং কম বায়ু চলাচল করে এমন কোনো জায়গায় অবস্থান না করা।
বিশ্বজুড়ে প্রাপ্ত প্রতিবেদন থেকে দেখা যায় যে প্রচুর রোগী যারা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন তারা দীর্ঘদিন ধরে ধুয়ে রাখা ও অস্বাস্থ্যকর মাস্ক ব্যবহার করতেন। তাই মাস্ক ব্যবহারে আমাদের আরো বেশি সর্তক থাকাতে হবে।”
উল্লেখ্য: ব্ল্যাক ফাঙ্গাস রোগের লক্ষণগুলি করোনার লক্ষণের মতো হতে পারে। জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। কারণ এই সংক্রমণ অনেকটাই করোনা সংক্রমণের কাছাকাছি। এমতাবস্থায় কারো এই ধরনের উপসর্গ দেখা দিলে সাথে সাথে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post