ভারতীয় শুল্ক নীতি নিয়ে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ‘বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বললেন, “কর নিলে কর দিতেও হবে” ৷ সম্প্রতি, আমেরিকার বেশ কয়েকটি পণ্যর উপর আমদানি শুল্ক বাড়িয়েছে নয়াদিল্লি ৷ এবার তা নিয়েই ভারতের বিরুদ্ধ সুর চড়ালেন ট্রাম্প ৷
ট্রাম্প বলেন, “বিষয়টি পারস্পরিক ৷ ওরা আমাদের উপর শুল্কের পরিমাণ বাড়ালে, আমরাও তা-ই করব ৷ ওরা যতটা শুল্ক বাড়াবে, আমাদের দিক থেকেও এই বৃদ্ধির হার একই রকম রাখা হবে ৷ প্রায় সব বিষয়েই ওরা আমাদের উপর শুল্ক চাপাচ্ছে ৷ কিন্তু, মার্কিন প্রশাসনের তরফে এমনটা কখনওই করা হয়নি ৷” চিনের সঙ্গে আমেরিকার বাণিজ্য নীতি কী হতে চলেছে ? সোমবার এই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, একমাত্র ভারত আর ব্রাজিল একাধিক মার্কিণ পণ্যের উপর আমদানি শুল্ক বাড়িয়ে দিয়েছে ৷
আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্টের কথায়, “পারস্পরিক শব্দটির গুরুত্ব অপরিসীম ৷ যদিও কেউ আমাদের উপর 100 শতাংশ শুল্ক চাপিয়ে দেয়, বদলে আমরা কিছুই করব না ? ভারত ও ব্রাজিল শুল্কের পরিমাণ অনেকগুণ বাড়িয়ে দিয়েছে ৷ তবে আমেরিকার উপর এর কোনও প্রভাব পড়বে না ৷ বরং, পাল্টা জবাবে আমরাও সেই একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি ৷”
এই প্রসঙ্গে, বাণিজ্য সচিব পদে ট্রাম্পের বাছাই করা প্রার্থী হাওয়ার্ড লুটনিক বলেন, “পারস্পরিক শব্দটি নয়া ট্রাম্প সরকারের প্রধান বিষয় হতে চলেছে ৷ আমাদের সঙ্গে যে যেমন ব্যবহার করবে, পাল্টা আমরাও তেমন ব্যবহার করব ৷”
তবে এই প্রথম নয়, নির্বাচনী প্রচারে বেরিয়েও ভারতের বিরুদ্ধে একই অভিযোগ করেন রিপাবলিকান নেতা ৷ প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর 2019 সালে ভারতকে ‘শুল্কের রাজা’ বলেও কটাক্ষ করেন ট্রাম্প ৷ তিনি জানান, মার্কিন কাগজে তৈরি পণ্য এবং বিখ্যাত মোটরবাইক হার্লি-ডেভিডসনের উপর ‘অত্যধিক শুল্ক’ আরোপ করা হয়েছে ভারতের তরফে ৷
প্রসঙ্গত, 2023-24 অর্থবর্ষে ভারতের সবথেকে বড় বাণিজ্যিক অংশিদার হল আমেরিকা ৷ এই অর্থবর্ষে সেই দেশের সঙ্গে ভারতের রফতানির পরিমাণ ছিল 77.51 বিলিয়ন মার্কিন ডলার ৷ সেই সঙ্গে, আমদানির পরিমাণ ছিল 42.2 বিলিয়ন মার্কিন ডলার ৷
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post