আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এই আদেশ প্রদান করেন।
আইএফআইসি ব্যাংকের দায়ের করা মামলাটিতে চেক প্রতারণার অভিযোগ উত্থাপন করা হয়েছে। আদালত সংশ্লিষ্ট আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া পরিচালনার নির্দেশ দিয়েছেন।
এ ঘটনায় সাকিব আল হাসানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
আইএফআইসি ব্যাংকের পক্ষে মো. শাহিবুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার অন্য আসামি হলেন- সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।
আদালত সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ১৮ জানুয়ারি অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো-ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় চার কোটি ১৫ লাখ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post