ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী বেশে মাদক পরিবহনের অভিযোগে মো. পলাশ (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপিবিএন)। তার কাছ থেকে ৩৫৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার থেকে নভোএয়ারের ফ্লাইট নং VQ 932-তে ঢাকায় আসা পলাশের চলাফেরায় সন্দেহ হলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল এলাকা থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জানান, পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছেন।
বিমানবন্দরের কর্তব্যরত চিকিৎসকের সহায়তায় তার পেটে ডিম্বাকৃতির ৭৮টি প্যাকেটের উপস্থিতি নিশ্চিত করা হয়। পরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে প্রাকৃতিক উপায়ে প্যাকেটগুলো বের করা হয়। প্রতিটি প্যাকেট খুলে ৩৫৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় পলাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা করা হয়েছে। জানা গেছে, পলাশ দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িত।
উল্লেখ্য, গত নভেম্বর মাসে একই কৌশলে মাদক পরিবহনের সময় ৩০৮০ পিস ইয়াবাসহ আরেক মাদক ব্যবসায়ী জুয়েল মিয়া (৩৩) এএপিবিএনের হাতে আটক হয়েছিলেন।
এএপিবিএনের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান, বিপিএম, পিপিএম জানান, “মাদক ব্যবসায়ীরা বিমানবন্দর ব্যবহার করে মাদক পরিবহনের অপচেষ্টা চালাচ্ছে। তবে আমরা বিমানবন্দরে যেকোনো অপরাধ রুখে দিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”
এই ঘটনায় মাদক পরিবহন চক্রের বিরুদ্ধে এএপিবিএনের কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post