প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও সর্বাধিক বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে সর্বমোট ৮৩ জন প্রবাসী সিআইপি মনোনীত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৪২ জন আমিরাত প্রবাসী। তালিকায় ওমান থেকে রয়েছেন ১৪ জন।
তারা হলেন- আজিমুল হক, মোহাম্মদ তৌফিকুজ্জামান, মোহাম্মদ নাজিমুদ্দিন, মোহাম্মদ শাহ আলী, আব্দুল করিম, মোহাম্মদ আশরাফুর রহমান, শারমীন সুলতানা, নুর মোহাম্মদ, সিরাজুল হক, আমিনুর ইসলাম, ফজলুল করিম, আবু ইউছুপ, মোহাম্মদ নাসিরুদ্দিন এবং মোহাম্মদ নেছারুদ্দিন।
গত ৩ রা ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনিবাসী বাংলাদেশিদের মধ্যে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি-২০২৫ নির্বাচনের চূড়ান্ত বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় কমিটির সর্বসম্মতিক্রমে ২টি ক্যাটাগরিতে ৮৩ জনকে নির্বাচিত করা হয়। ২০২৩-২৪ অর্থবছরের হিসাবে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।।
এরমধ্যে ‘বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ৭৩ জন এবং ‘বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে মোট ১০ জন আবেদনকারীকে মনোনীত করা হয়। তবে ‘বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে কোন আবেদন পাওয়া যায়নি।
ওমান থেকে সিআইপির খেতাব পাওয়া ব্যক্তিদের মধ্যে ২ জন ৩ কোটি টাকার উপরে লেনদেন করেছেন। ৬ জনের লেনদেনের পরিমাণ ২ থেকে ৩ কোটি টাকার মধ্যে। বাকিদের সবাই ১ থেকে ২ কোটি টাকার ভেতরে লেনদেন করেছেন।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post