ওমানে মহামারী করোনা সংক্রমণ রোধে আগামীকাল (২০-জুন) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দেশটির সুপ্রিম কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ জুন রাত ৮ টা থেকে ভোর ৪টা পর্যন্ত পূর্বের ন্যায় সকল ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইসাথে সকল ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং পাবলিক প্লেস ও পূর্বের ন্যায় বন্ধ থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কমিটি।
আরো পড়ুনঃ ইসলামিক কুইজে অংশগ্রহণ করে জিতে নিন নগদ অর্থ পুরষ্কার!
এ ছাড়াও কারফিউ চলাকালীন সময়ে কেউ বাহিরে চলাফেরা করতে পারবে না। কেবল এয়ারপোর্ট যাত্রী, মেডিকেলে রোগীর যাতায়াতসহ জরুরি সার্ভিসসমূহ চালু থাকবে। সেইসাথে অনলাইনে খাবার ডেলিভারিও চালু থাকবে। তবে এয়ারপোর্টগামী ফ্লাইটের যাত্রীদের কাছে ট্রাভেল ডকুমেন্টস অর্থাৎ এয়ার টিকিট, পাসপোর্ট ও করোনা রিপোর্ট রাখতে হবে। উক্ত ট্রাভেল ডকুমেন্টস চেকপোস্টে দেখাতে হবে।
উল্লেখ্য: ওমানে দিনদিন অবনতি হচ্ছে করোনা পরিস্থিতি। দেশটিতে বৃহস্পতিবার একদিনেই করোনায় আক্রান্ত হয়ে নতুন করে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি হয়েছে ৩৫ রোগী। এছাড়াও আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post