তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে দেশটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। এই অবস্থানকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো বৈশ্বিক পরাশক্তিগুলো। সম্প্রতি তুরস্কের ভূরাজনৈতিক কৌশল এবং সিরিয়া সংকটে তাদের ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে, সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে তুরস্কের অবস্থান এবং কার্যক্রম আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আসাদবিরোধী শক্তিকে সমর্থন দিয়ে তুরস্ক এক দশকের বেশি সময় ধরে সিরিয়া সংকটে প্রভাবশালী ভূমিকা পালন করেছে। অন্যদিকে, আসাদের পক্ষে অবস্থান নিয়ে ইরান ও রাশিয়া সক্রিয় ভূমিকা পালন করছিল।
মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “তুরস্ক অত্যন্ত কৌশলীভাবে সিরিয়ায় এমন একটি ক্ষমতার দখল সম্পন্ন করেছে যা বন্ধুহীন বলে আখ্যা দেওয়া যায়।” এ সময় তিনি আসাদকে “কসাই” হিসেবে উল্লেখ করেন এবং তার শাসনামলে শিশুদের ওপর চালানো নির্যাতনের তীব্র নিন্দা জানান।
ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত মেলে যে, সিরিয়া সংকটে তুরস্কের ভূমিকা আগামীতে আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। তিনি বলেন, “তুরস্ক ভবিষ্যতে সিরিয়ার নীতিমালা নির্ধারণে প্রভাবশালী ভূমিকা পালন করবে।” মার্কিন স্বার্থ রক্ষায় আঙ্কারার ওপর নির্ভরশীলতা বাড়বে বলেও অনেকেই মনে করছেন।
ট্রাম্প তার প্রথম মেয়াদে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। তবে মিত্রদের চাপে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন। বর্তমানে সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যারা কুর্দি বাহিনীকে সহায়তা করছে এবং আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিচ্ছে।
ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য তার প্রশাসনের ভবিষ্যৎ নীতির ইঙ্গিত দিচ্ছে। এর আগে তিনি বলেছিলেন, “সিরিয়ার সংকট স্থানীয়দের সমস্যার বিষয়, এতে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই।” তবে তুরস্ককে কেন্দ্র করে ওয়াশিংটনের কৌশলগত অবস্থান নতুন দিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তুরস্কের কৌশলগত সক্ষমতা এবং আঞ্চলিক সংকটে তাদের সক্রিয় ভূমিকা আন্তর্জাতিক রাজনীতিতে দেশটির অবস্থান আরও সুদৃঢ় করছে। সিরিয়া ইস্যুতে তাদের কার্যক্রম শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক রাজনীতিতেও একটি নতুন সমীকরণ তৈরি করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post