বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে পাঁচ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে কমিটি গঠন করা হবে।”
তদন্ত কমিটির বিষয়ে তিনি আরও জানান, পাঁচ থেকে নয় সদস্যের এই কমিটিতে সশস্ত্র বাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত বিচারক এবং পুলিশ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে।
এদিকে, বিডিআর হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভিকটিম পরিবারের সদস্যরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার সোমবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহিন সরকার বলেন, “চার মাস দায়িত্ব গ্রহণের পরও এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা সরকারের চরম ব্যর্থতার প্রমাণ। পুনঃতদন্ত ও বিচারপ্রক্রিয়ায় গড়িমসি দেশের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণার শামিল।”
মাহিন সরকার আরও ঘোষণা দেন যে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র-নাগরিকের ব্যানারে একটি প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে সরকার জনগণের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে, তদন্ত কমিটির কার্যকারিতা এবং ন্যায়বিচার নিশ্চিতের বিষয়টি সময়ই বলে দেবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post