মহামারী করোনা সংক্রমণ রোধে আগামীকাল (২০-জুন) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনিদৃষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দেশটির সুপ্রিম কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ জুন রাত ৮ টা থেকে ভোর ৪টা পর্যন্ত পূর্বের ন্যায় সকল ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইসাথে সকল ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং পাবলিক প্লেস ও পূর্বের ন্যায় বন্ধ থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কমিটি।
ওমানে দিনদিন খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। দেশটিতে বৃহস্পতিবার একদিনেই করোনায় আক্রান্ত হয়ে নতুন করে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি হয়েছে ৩৫ রোগী। এছাড়াও আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।
ওমান টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের সিনিয়র পরামর্শদাতা ডাঃ অমল বিনতে সাইফ আল-মনি বলেন, “ওমানে করোনা মহামারী খুব ভালো পর্যায়ে নেই। একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জন এবং ৩৫ জনকে ভর্তি করা হয়েছে আইসিইউতে।”
আরো পড়ুনঃ ইসলামিক কুইজে অংশগ্রহণ করে জিতে নিন নগদ অর্থ পুরষ্কার!
আল-মনি আরও বলেন, ‘‘ওমানে আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে। ঠিক তেমনিভাবে মৃতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের এখনি সর্তক হওয়া উচিত। এমতাবস্থায় করোনা থেকে বাঁচতে তিনি সবাইকে মাস্ক ব্যবহারসহ সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছেন।
তিনি আক্ষেপ করে বলেন, দেশে অনেকেই ভ্যাকসিন গ্রহণের পর সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। এই ধরনের সিদ্ধান্ত দেশে সংক্রমণ বৃদ্ধি করছে। তাই টিকা গ্রহণের পরেও হাত ধোয়া, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলতে অনুরোধ জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post