বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ। তিনি জানান, কমিশন ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হিসেবে ভোটার তালিকা হালনাগাদ ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা ভোটার তালিকা নির্ভুলভাবে প্রণয়ন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছি। এসব কাজ সফলভাবে শেষ করা সম্ভব হলে, ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।”
প্রধান উপদেষ্টা বলেন, “ভোটার তালিকা হালনাগাদ করা একটি জটিল এবং গুরুত্বপূর্ণ কাজ। গত ১৫ বছরে নতুন যোগ্য ভোটারদের তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করা সম্ভব হয়নি। এবার এটি নিশ্চিত করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, নতুন প্রজন্মের ভোটারদের জন্য এবারের নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ। “অনেক তরুণ-তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবে। এটি তাদের জন্য স্মরণীয় একটি ঘটনা হয়ে থাকবে,” বলেন তিনি।
এছাড়া, রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “যদি সীমিত সংস্কার কার্যক্রমের মাধ্যমে নির্বাচন আয়োজন করতে হয়, তাহলে তা নির্ভুল ও গ্রহণযোগ্য করার জন্য আমাদের সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
প্রধান উপদেষ্টা আরও জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট প্রধান প্রধান সংস্কারগুলো বাস্তবায়ন করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করে বলেন, “সংস্কার কার্যক্রম সফল করতে আমরা আপনাদের অব্যাহত সমর্থন ও পরামর্শ আশা করি।”
নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং সরকার ঘোষিত সময়সীমার ওপর ভিত্তি করে জাতীয় নির্বাচন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post