ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, বিজয়ের ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের জনগণ প্রকৃত স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত। স্বাধীনতা-উত্তর কালে যারা ক্ষমতায় ছিলেন, তারা নিজেদের স্বার্থেই ব্যস্ত থেকেছেন; জনগণের ভাগ্যের কোনো উন্নয়ন ঘটেনি। তিনি উল্লেখ করেন, আধিপত্যবাদী ভারতের আগ্রাসী আচরণ বাংলাদেশের ১৮ কোটি মানুষ মেনে নেবে না।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে ৫৪তম বিজয় দিবস উপলক্ষে পতাকা র্যালি পূর্ব জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা মোসাদ্দেক বিল্লাহ বলেন, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করছে। বাংলাদেশের ইসলামপন্থী জনগণ সংখ্যালঘুদের সুরক্ষা দিতে অঙ্গীকারবদ্ধ, অথচ ভারত কূটনৈতিকভাবে উসকানি সৃষ্টি করছে। তিনি ভারতের হাইকমিশনে হামলা ও বাংলাদেশের পতাকা পোড়ানোর ঘটনাকে ‘অসভ্য আচরণ’ হিসেবে আখ্যা দেন। ভারতের মিথ্যা প্রচারণার মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টারও তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার স্বাধীনতাকে নিজেদের পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করে জাতিকে বিভক্ত করেছে। বিগত ১৬ বছরের শাসনামলে তারা দেশকে অঘোষিত একদলীয় বাকশাল রাষ্ট্রে রূপান্তরিত করেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা উপেক্ষা করে তারা ক্ষমতায় থাকার ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার জন্য বিচারের মুখোমুখি করতে হবে এবং দেশ থেকে পলাতক অবস্থায় যারা ষড়যন্ত্র চালাচ্ছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
মাওলানা মোসাদ্দেক বিল্লাহ দেশের জনগণকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।
সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, শেখ হাসিনার সরকারের পতনের পর তার দোসররা দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের আত্মত্যাগ অসম্মানিত হবে।
তিনি ভারতের পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেন, “ভারতের দাদাগিরির সময় শেষ। আমাদের উচিত ভারতের চোখে চোখ রেখে কথা বলা। বাংলাদেশ ছাড়া ভারত চলতে পারবে না, অথচ ভারত আমাদের সঙ্গে ঔদ্ধত্য দেখাচ্ছে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post