ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতারা। তাদের মতে, দেশের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু ছাত্রসংসদ নির্বাচনের অপেক্ষায় রয়েছেন, যার মাধ্যমে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করতে পারবেন। এই পথচলা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শুরু করা উচিত।
সোমবার সকালে বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা একটি বিজয় শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রার আগে অনুষ্ঠিত এক সমাবেশে সংগঠনের নেতারা এসব দাবি তুলে ধরেন।
শোভাযাত্রাটি টিএসসি চত্ত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো—কেন্দ্রীয় মসজিদ, লাইব্রেরি, ডাকসু, মধুর ক্যান্টিন, অপরাজেয় বাংলা হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফাত, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফ মুহাম্মদ আলাউদ্দীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালে পাকবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর অত্যাচার চালালেও এ বিশ্ববিদ্যালয় কখনোই স্বাধীনতা সংগ্রামের পথ থেকে সরে যায়নি। আজও এই বিশ্ববিদ্যালয় দেশের স্বৈরাচারের বিরুদ্ধে প্রথম সোচ্চার হয়ে ওঠে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল সামাজিক সুবিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা, যা এখনও বাস্তবায়িত হয়নি।”
তিনি আরো উল্লেখ করেন, “স্বাধীনতা পরবর্তী সময়ে শাসকগোষ্ঠী নিজেদের স্বার্থ রক্ষা করতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। এখন সময় এসেছে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলার, এবং সেই লক্ষ্যেই ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।”
এসময় তিনি হিজাবফোবিয়া বন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব ক্যাম্পাসে প্রশাসনের নজরদারি বৃদ্ধি করার আহ্বান জানান। তিনি বলেন, “ক্যাম্পাসে নারীদের পর্দা পালন করা তাদের মৌলিক অধিকার, আর এই অধিকার বাস্তবায়নে কোনো বাধা সৃষ্টি করা হলে তা অনৈতিক এবং অপরাধ।”
এছাড়া, ক্যাম্পাসে ট্যাগিং রাজনীতি বন্ধ করার এবং একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টির তাগিদ দেন তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক খায়রুল আহসান মারজান, উবায়দুল্লাহ মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক ইলিয়াস তালুকদার, শরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম প্রমুখ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post